বিকাশে কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাবেন | Bkash Profit System | Bkash Profit A to Z



বিকাশ একাউন্টে সঞ্চিত টাকার উপর মুনাফা প্রদান করা হয়। মুনাফার হার কত হবে তা অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণের উপর নির্ভর করে। নিম্নবর্ণিত নিয়ম অনুযায়ী মুনাফার হার নির্ধারিত হয়।
মুনাফা বা ইন্টারেস্ট পাওয়ার শর্তাবলী:

1. একাউন্ট সচল থাকতে হবে।

2. মাসে কমপক্ষে আপনাকে ২ টি আর্থিক লেনদেন (“ক্যাশইন”, “ক্যাশআউট”, “ATM ক্যাশআউট”, “পেমেন্ট”, “ সেন্ডমানি” অথবা “ ​মোবাইল রিচার্জ ​”) করতে হবে।

3. মাসজূড়ে প্রতি দিনশেষে আপনার একাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে।

4. সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কর্তন সাপেক্ষ্যে বছরে দুই দফায় আপনার একাউন্টে ইন্টারেস্ট প্রদান করা হবে।

ইন্টারনেট সেবা চালু করার পদ্ধতি:

সেবাটি চালু করার জন্য গ্রাহককে কোন কিছুই করতে হবে না। উপরে বর্ণিত শর্তগুলো পূরণ সাপেক্ষে নতুন পুরাতন সকল গ্রাহক মুনাফা পাবে।

সেবাটি বন্ধ করার প্রক্রিয়া:

গ্রাহক যদি ইন্টারেস্ট গ্রহণ করতে না চায় তবে তার বিকাশ একাউন্ট নম্বর থেকে 16247 এই নাম্বারে কল করে ভাষা নির্বাচন করে (বাংলার জন্যে ১ এবং ইংরেজির জন্যে ২ ) জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যের জন্য ৫ চাপতে হবে। এরপর 1 চাপলে ইন্টারেস্ট গ্রহণ সেবাটি বন্ধ হয়ে যাবে এবং গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা নিশ্চিত করা হবে


Post a Comment

1 Comments

  1. এক জেলা নিবন্ধন অন্য জেলা থেকে করলে কেমন হবে ।করনা টিকা কাঠ ছারা টিকা দেওয়া যাবে কী

    ReplyDelete

Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.