নগদে কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাবেন । Nagad Monthly Profit System

নগদে কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাবেন । Nagad Monthly Profit System

নগদ একাউন্টে টাকা রাখলে প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে মুনাফা বা লাভ দেওয়া হয়। গ্রাহকের অ্যাকাউন্টে থাকা মোট টাকার উপর হিসাব করে মুনাফা মাস শেষে গ্রাহকের নগদ একাউন্টে যুক্ত করা হয়। এক্ষেত্রে কত টাকা থাকলে কত হারে লাভ দেওয়া হয় তার একটি চার্ট নিচে তুলে ধরা হলো:


  • মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে।
  • প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা প্রদান করা হবে
  • দেশের আইন অনুযায়ী প্রযোজ্য ট্যাক্স বা ভ্যাট কর্তনের পর সরাসরি নগদ অ্যাকাউন্টে মুনাফার অংশ পাঠিয়ে দেয়া হবে
  • গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস জনিত কোনো সমস্যার কারণে মুনাফা বিতরণ করা না গেলে, সে মাসে উক্ত গ্রাহক কোনো মুনাফা পাবেন না
  • মুনাফা লাভের জন্য গ্রাহকের অ্যাকাউন্ট অবশ্যই চালু থাকতে হবে
  • ‘নগদ’ কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই, যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো শর্তাবলি পরিবর্তন বা পরিবর্ধন এমনকি ক্যাম্পেইন বাতিল করারও অধিকার সংরক্ষণ করে।
  • প্রযোজ্য আইন, রেগুলেটরি নির্দেশিকা কিংবা নিজস্ব নীতির উপর ভিত্তি করে, ‘নগদ’ মুনাফা বাতিল করার অধিকার সংরক্ষণ করে
আপনাদের সুবিধার জন্য একটি হিসাব করে দেখানো হলো:-
ধরুন আপনার একাউন্টে ১০,০০০ টাকা আছে। তাহলে নগদ এর নিয়ম অনুযায়ী আপনার জন্য বাৎসরিক মুনাফার হার হবে ৭.৫%। মাস শেষে ১০,০০০ টাকার বাৎসরিক ৭.৫% মুনাফায় আপনার মোট মুনাফা আসবে ৭৫০ টাকা। এবার এই ৭৫০ কে ১২ দিয়ে ভাগ করলে ১ মাসের জন্য মুনাফা হয় ৬২.৫ টাকা যা আপনার নগদ একাউন্ট যোগ হয়ে যাবে।

Video Link
https://youtu.be/BC6QYjQDsiY

মুনাফা সেবা বাতিলের পদ্ধতি 
  • নগদ কল সেন্টার নম্বর (১৬১৬৭)-এ কল করে, ‘সার্ভিস রিকোয়েস্ট’-এর মাধ্যমে গ্রাহক তার মুনাফা সেবা গ্রহণ বা বাতিল করতে পারেন
  • গ্রাহকের অনুরোধ সফলভাবে গৃহীত হলে সে ব্যাপারে তাকে অবগত করা হবে

    Post a Comment

    6 Comments

    1. ami monafa pai ni tk raksi 1mash er beshi hobe..ki korbo akhon?

      ReplyDelete
    2. এই ওয়েবসাইটটিতে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। কেউ এই ওয়েবসাইটের তথ্য বিশ্বাস করবেন না ।নগদে দুই লাখ টাকার উপরে রাখলে ৭.৫% মুনাফা দেয় ।আর এখানে লেখা ৫,০০১ টাকার উপরে রাখলে নাকি দেয় ৭.৫% মুনাফা দেয়। আমি এদের কথা বিশ্বাস করে নগদের টাকা রাখি তিন মাস পর মুনাফা পাই । যখন অনেক কম মুনাফা পায় তখন আমি নগদে কল করে সঠিক তথ্য জানতে পারি।

      ReplyDelete

    Write a comment...
    Warning: sharing any spamming link will result in ban from this site.